উৎসব মোখর পরিবেশে সুপ্তি খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন। - দর্পণ বাংলা

Thursday, July 28, 2022

demo-image

উৎসব মোখর পরিবেশে সুপ্তি খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন।

 

IMG_20220729_120912

লতিফুর রহমান দীপুঃ

২৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু সংগঠন "খেলাঘর" সোনারগাঁ উপজেলার অঙ্গ সংগঠন " সুপ্তি খেলাঘর আসর" এর দ্বিবার্ষিক সম্মেলন। গঠন করা হয় নতুন কার্যকরী কমিটি।

উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সুপ্তি খেলাঘর আসরের অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক ফারুক মহসিন। সভাপতি খেলাঘর সোনারগাঁ উপজেলা ও সহ সভাপতি খেলাঘর জেলা কমিটি আজিজুল ইসলাম মুকুল। সুপ্তি খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক নাঃজেলা সাংবাদিক ইউনিয়ন আমির হোসেন স্মিথ। সাধারণ সম্পাদক জেলা খেলাঘর ফয়সাল আহমেদ দোলন। সহ সভাপতি উপজেলা খেলাঘর মতিউর রহমান। সাধারণ সম্পাদক উপজেলা খেলাঘর লায়ন রাজা রহমান।

 সুপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন সদ্য বিদায়ি সাধারণ সম্পাদক রবি রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ কে এম বাহাউদ্দিন, দিলীপ বর্ধন সহ খেলাঘর সোনারগাঁয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতভাবে আগামি দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গৃহীত হয়। নতুন কার্যকরী কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি দীপক দত্ত সাগর, রবি রায়, সাধারণ সম্পাদক লতিফুর রহমান দীপু, সহ সাধারণ সম্পাদক মিলন হোসাইন, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ বর্ধন, সাহিত্য সম্পাদক নাসিমা শাহিন বিন্দু, দপ্তর সম্পাদক মোঃরিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেয়া আক্তার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুষ্মিতা মজুমদার, অর্থ সম্পাদক মশিউর পুলক, পাঠাগার সম্পাদক শ্রী কীরণ চন্দ্র বিশ্বাস, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক মোঃ হাসান, চারু ও কারুকলা সম্পাদক কাকলি দাস, সমাজ কল্যাণ সম্পাদক অন্তি রানী, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক নিলয় চন্দ্র, সদস্য বৃষ্টি, ইতি রানী, সুমিতা রানী দাস, অপর্ণা দেবি, মনি রানী সেন, ভাবনা সূত্রধর। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সুপ্তি খেলাঘর আসর সোনারগাঁ এর দ্বিবার্ষিক সম্মেলন সমাপ্ত হয়।


No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *