সোনারগাঁওয়ে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার। - দর্পণ বাংলা

Thursday, July 28, 2022

demo-image

সোনারগাঁওয়ে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার।


Capture
লতিফুর রহমান দীপু:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর হুমায়রা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠবাগান এলাকা থেকে বালুচাপা দেওয়া ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে হুমায়রা গত সোমবার থেকে নিখোঁজ ছিল। হুমায়রার পিতা দুলাল মিয়া জানান, আজ বৃহস্পতিবার সকালে নিহতের চাচা আশরাফুলের মাধ্যমে খবর পেয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কাঠবাগানে বালুচাপা হুমায়রার লাশটি দেখতে পাই। সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক তদন্তের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন নিহতের বড় ভাই সজীব মৃধা, ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগম।

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *