বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন " আমরাই বাংলাদেশ "। - দর্পণ বাংলা

শিরোনাম

Monday, August 26, 2024

demo-image

বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন " আমরাই বাংলাদেশ "।

20240826_131244~2
লতিফুর রহমান দীপুঃ বন্যায় বিপর্যস্ত অসহায় বানভাসি মানুষের জন্য ত্রাণ ও জীবনরক্ষাকারী ঔষধ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন"আমরাই বাংলাদেশ"। কুমিল্লার বুড়িচং এ বন্যাকবলিত পানিবন্দী মানুষের মাঝে তিন দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন 'আমরাই বাংলাদেশ'। বানভাসি সহস্রাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় শুকনো খাবার চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট,বোতলজাত বিশুদ্ধ খাবার পানি,মোম, গ্যাসলাইট,স্যানেটারি ন্যাপকিন, খাবার স্যালাইন ও জীবনরক্ষাকারী বিভিন্ন ঔষধ সামগ্রী।

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *