আমি সুইসাইড করার মেয়ে না। মারা গেলে ভাববেন হত্যা করা হয়েছে - পরীমনি। - দর্পণ বাংলা

শিরোনাম

Sunday, June 13, 2021

আমি সুইসাইড করার মেয়ে না। মারা গেলে ভাববেন হত্যা করা হয়েছে - পরীমনি।

 


সোনারগাঁ প্রতিনিধি ঃ
ধ-র্ষ-ণ ও হ-ত্যা-চেষ্টার বিস্তারিত জানিয়েছেন ঢালিউড নায়িকা পরীমনি। রোববার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। জানিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ।

সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এ অভিনেত্রী। এ সময় একাধিকবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তাকে। কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন পরীমনি।

সবশেষ পরীমনি বলেন,আমি সুই-সাইড করার মতো মেয়ে না। আমি যদি মরে যাই, বুঝবেন মেরে ফেলা হয়েছে। আমি সুইসাইড করতে পারি না, সুইসা-ইড করব না। আমি আমার বিচার নিয়ে মরব। আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি অন্যায়ের বিচার চাই।’ কথাগুলো বলার সময় বেশ ক্ষুব্ধ ছিলেন এ অভিনেত্রী।

সেদিন কী হয়েছিল? জানতে চাইলে পরীমনি বলেন, ‘গত বুধবার রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সে সময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড় থাপ্পড় মারেন। তারপর নির্যাতন ও হ-ত্যা-চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।

এর আগে অভিনেত্রী জানান, কয়েকদিন ধরেই এই বৈঠকের কথা চলছিল। কিন্তু তিনি আগ্রহ পাচ্ছিলেন না। পরে বন্ধু অমির অনুরোধে বুধবার সেখানে যান পরীমনি ।


No comments:

Post a Comment