সোনারগাঁর ট্রিপল মার্ডার আসামী সিআইডির হাতে আটক । - দর্পণ বাংলা

শিরোনাম

Monday, June 14, 2021

সোনারগাঁর ট্রিপল মার্ডার আসামী সিআইডির হাতে আটক ।

 



লতিফুর রহমান দীপু ঃ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তিন হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে সােমবার সকাল ১০ টার পর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে গ্রেফতার করেছে সিআইডি - জানিয়েছেন সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা মােঃ তাহের।



তিনি জানান, সােনারগাঁ উপজেলার পিরােজপুর

ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সােনারগাঁ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে । যেগুলাে বর্তমানে সিআইডি তদন্ত করছে। দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডি । আজ গােপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানাের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য , চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারী সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের আলেক ও আলাউদ্দিন গ্রুপের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ গ্রুপ আলেকের পিতা আলী আহমেদ , তার চাচাতাে ভাই সাইদুল ও ফুপাতাে ভাই সমর আলী নিহত হয়। এ সকল দ্বন্দ্বে হামলা ও পালটা হামলায় এ পর্যন্ত মােট ৫ টি মামলা হয় ।

No comments:

Post a Comment