লতিফুর রহমান দীপু
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিককে অগঠনতান্ত্রিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেল ৫টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থিত সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে জরুরি সভায় সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় স্থায়ী ভাবে সংগঠনের সকল পদ ও সাংগঠনিক কর্মকান্ড থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়।
রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। শৃঙ্খলা ভঙ্গ ও অসাংবিধানিক বৈষম্যমূলক কর্মকান্ড রোধ করতে ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুস সাত্তারের উপস্থিতিতে এবং উপদেষ্টা এমএম সালাহউদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক ২০১৯ সালের ৩রা অক্টোবর থেকে এই পর্যন্ত অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ এবং জরুরী সাধারণ সভায় উপস্থিত না হয়ে নিজের ব্যর্থতা আড়াল করতে সাংগঠনিক নিয়মবর্হিভুত পন্থা অবলম্বন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্বনামধন্য সাংবাদিক সংগঠন সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সুনামক্ষুন্ন করায় সর্বসম্মতিক্রমে দ্বীন ইসলাম অনিককে ক্লাবের সাংগঠনিক সকল পদ ও দায়িত্ব থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
আরও বলা হয় ২৬ জুন তারিখের পর থেকে দ্বীন ইসলাম অনিক সোনারগাঁও রিপোটার্স ক্লাবের পরিচয়ে সোনারগাঁ উপজেলার কোথাও কোনো কর্মকান্ড করতে না পারে সেদিকে সোনারগাঁওবাসী, পুলিশ ও প্রশাসন এবং সকল জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।গত ২৬জুন তারিখের পর হতে দ্বীন ইসলাম অনিকের কোন কর্মকান্ডের দায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব বহন করবে না।
No comments:
Post a Comment