লতিফুর রহমান দীপু ঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি' সোনারগাঁও উপজেলার নবনির্বাচিত কমিটির সদস্যরা দ্বায়িত্ব নিয়েই চমক দেখালেন।স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়ে দ্বায়িত্ব বুঝে নিয়েই সকল সদস্যদের বার্ষিক পুঃ ননবায়ণ ফি নবনির্বাচিত সদস্যদের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করার সিদ্ধান্ত নেন। যাতে করোনাকালীন ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।এ প্রসংগে কমিটির সভাপতি মামুন মিয়া বলেন,বৈশ্বিক এই মহামারিতে আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।অনেকেই তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন।কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত মিয়া বলেন,বিভিন্ন সময় আমাদের কমিটির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে সাহায্য সহযোগীতা করা হয়েছে।কিন্তু এবারই প্রথম কেন্দ্র নির্ধারিত বার্ষিক নবায়ন ফি আমরা ব্যাক্তিগত তহবিল থেকে পরিশোধের সিদ্ধান্ত নিই।যাতে সাধারণ ব্যবসায়ীদের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন থেকে দুর্নীতির বিরুদ্ধে তীব্র হুশিয়ারি উচ্চারণ করেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ হাজী শহিদুল্লাহ। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি হাজী নেসার উদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক জহির মাষ্টার, সামিয়া লাইব্রেরির মালিক শফিউদ্দিন মোল্লা,বদরুল ইসলাম, মোঃ ইমন,সাহাবুদ্দিন মিয়া,খান লাইব্রেরির মালিক রফিক খান সহ অন্যান্যরা।সভায় এও জানানো হয়,বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় সদস্য নিজ নিজ হীন স্বার্থ আদায়ের জন্য মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে।যা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দ্বায়িত্বশীল প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে,এ সকল সদস্যদেরকে চলমান আইনি ব্যবস্থার পাশাপাশি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
No comments:
Post a Comment