লতিফুর রহমান দীপু ঃ
সিনোফার্মার করোনা ভ্যাক্সিন প্রাপ্তিতে চীনের সাথে করা চুক্তির গোপনীয়তার শর্ত টীকার দাম প্রকাশ করা যাবে না । কিন্তু সিনোফার্মার টীকার দাম প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন । অনিচ্ছাকৃত ভুল দাবি করে সাথে সাথে চীনকে জানিয়ে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ । বিস্তারিত জানিয়ে চীনকে চিঠিও লিখেছে বাংলাদেশ, তবে এখনও পর্যন্ত কোনো উত্তর মেলেনি । এই পরিস্থিতিতে প্রতিটি টীকা দশ ডলারে না পাওয়ার শংকা দেখা দিয়েছে বলে জানান পররাষ্টমন্ত্রী ড আব্দুল মোমেন । তিনি আরও বলেন, পূর্বের দামে বাংলাদেশকে তারা টীকা দিবেনা । অন্যান্য দেশকে যে দামে তারা সরবরাহ করে তার চেয়েও বেশি দামে টীকা কিনতে হবে ।
চীনের সাথে সিনোফার্মার টীকা পেতে গোপন চুক্তি করে বাংলাদেশ, যার অন্যতম শর্ত কোনোভাবে টীকার দাম প্রকাশ করা যাবে না । ২৭ মে দেড়কোটি টীকা কেনার প্রস্তাব সরকারের মন্ত্রীসভার ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দেয় । বৈঠক শেষে মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, চুক্তি অনুযায়ি সিনোফার্মার প্রতি ডোজ টীকার দাম পড়বে দশ ডলার । বিষয়টি নজরে এলে বাংলাদেশকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, চীন শ্রীলংকাকে টীকা দেয় ১৪ ডলারে, ইন্দোনেশিয়াকে টীকা দেয় ১৭ ডলারে । বাংলাদেশের করা টীকার চুক্তির গোপনীয়তা প্রকাশ পাওয়ায় তারা টাকা ফেরত দেওয়ার জন্য এখন চীনকে চাপ দিচ্ছে ।
No comments:
Post a Comment