মেহেদি হাসান ঃ
জাসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৮৩ তম মিনিট পর্যন্ত আনওয়ার শরিফের গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল আফগানিস্তান। কিন্তু না, শেষ পর্যন্ত বাংলাদেশ দলের মান বাঁচান রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তপু বর্মণ। ৮৪ তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তপু বর্মণ। ফলে ব্যবধান দাঁড়ায় ১-১। এ নিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৪ ম্যাচে ৪ গোল করলেন তিনি।
এ নিয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ২। তবুও সবার নিচেই অবস্থান করছে জেমি ডের শিষ্যরা ।
No comments:
Post a Comment