কামরুল ইসলাম পাপ্পু ঃ
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থবছর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। এতে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা দেশের বাইরে বসেও ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা সংগ্রহ করতে পারবেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার “সনমান্দি ইউনিয়ন ভূমি অফিস” অধীন সকল ভূমি মালিককে অনলাইনে খাজনা পরিশোধের অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজ উদ্দিন। এ ব্যাপারে মফিজ উদ্দিন জানান, ভূমি উন্নয়ন কর তথা ভূমির খাজনা পরিশোধ ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু হয়েছে। সনমানদি ইউনিয়ন ভূমি অফিস অধীন মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেয়ার কার্যক্রম শুরু হবে। এ কাজে সকলের সহযোগিতা চেয়ে নিম্নলিখিত তথ্যাদি যথা : খতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ রইলো। অন্যথায় ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতাসহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকবে বলে জানান ভূমি কর্মকর্তা মফিজ উদ্দিন। জনগণের হয়রানি লাঘব, অনিয়ম দুর্নীতি বন্ধ ও সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ভূমি মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে সারা দেশে এর রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু হবে। আগামী জুলাই থেকেই পুরোদমে অনলাইনে ভূমি কর আদায় কার্যক্রম শুরু হবে। রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরুসহ অনলাইনে ভূমি কর আদায়ের নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (২০ মে) মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। তিন প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করা যাবে ১. অনলাইন পোর্টাল land.gov.bd A_ev www.ldtax.gov.bd -এ প্রবেশ করে এনআইডি ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে। ২. কল সেন্টার নম্বর ৩৩৩ বা ১৬১২২-তে ফোন করে এনআইডি নম্বর, জন্ম তারিখ ও জমির তথ্য প্রদান করে এবং ৩. এনআইডি ব্যবহার করে যে কোনও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে। উল্লেখ্য, নিবন্ধনবিহীন ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে খাজনা প্রদানের জন্য গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রথমেই তার সকল ডাটা এন্ট্রি করবেন। পাশাপাশি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজ উদ্যোগে হোল্ডিং মালিকদের তথ্য এন্ট্রি করবেন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজে ইউনিয়ন ভূমি অফিসে বসেই এলডি ট্যাক্স সিস্টেমে অন্যান্য ডাটা অনলাইনে এন্ট্রি করবেন।
No comments:
Post a Comment