নারায়ণগঞ্জ জেলা সমিতি ঘোষিত জেলার শ্রেষ্ঠ পুরস্কার - ২০২১ পেলেন চৌদ্দ গুণি। - দর্পণ বাংলা

শিরোনাম

Tuesday, May 25, 2021

নারায়ণগঞ্জ জেলা সমিতি ঘোষিত জেলার শ্রেষ্ঠ পুরস্কার - ২০২১ পেলেন চৌদ্দ গুণি।

কর্মক্ষেত্রের বিভিন্ন ধারায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ নারায়ণগঞ্জ জেলা সমিতি ঘোষিত নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার - ২০২১ পেয়েছেন জেলার ১৪ জন গুণী । সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) চুড়ান্ত অনুমোদন দেন।  মহামারী করোনার ভয়ংকর দিনগুলিতে দুঃসাহসিক মানবিকতার জন্য মো. মাকছুদুল আলম খন্দকার (মানবতার বীর), সমাজসেবক, শিল্পপতি, সংগঠক, শিক্ষাবিদ মোজাম্মেল হক ভূঁইয়া (সাদা মনের মানুষ), সর্বদা হাসিমুখে মায়াবী দৃষ্টিতে চিকিৎসা সেবায় অবিরত চেষ্টার জন্য ডা. সায়মা ইসলাম ইভা (চিকিৎসায়), জনস্বার্থে প্রতিবেদনের উপর নাফিজ আশরাফ (সাংবাদিকতায়), ১৯৭৫-১৯৮৫ সালে জাতীয় ফুটবলে অসামান্য অবদানের  জন্য মো. আশরাফ উদ্দিন চুন্নু (ক্রীড়ায়), ২৬ বছর বয়সে ১৯৯৬ সালে হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ নিজের একক অর্থায়নে প্রতিষ্ঠা করায় মো. বেলায়েত হোসেন (শিক্ষানুরাগী), আনন্দে নয় বেদনায়ও না (১৯৮৫) ও ভালবাসলে কষ্ট বাড়ে (১৯৮৭) সালের কাব্যগ্রন্থের জন্য শহীদুজ্জামান ফিরোজ (কবিতায়), দুই ডজনেরও বেশি বইয়ের লেখক বাংলা একাডেমির (২০২১) পুরস্কারপ্রাপ্ত কথা শিল্পী শাহিদা বেগম (সাহিত্যে), ২০১৯,২০,২১ বাংলাদেশ প্রতিদিন ও কালেরকন্ঠে প্রকাশিত ৪টি কলামের উপর মো. ইফতেখায়রুল ইসলাম (কলামিস্ট), ধারাবাহিক সাফল্যের জন্য গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ (শিক্ষায়), ১৯৭৩ সালে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে টানা বিশ বছর ও বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিবদন্ধীতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করায় বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ (জনপ্রতিনিধি), অজোপাড়া গ্রামের মেয়ে হয়ে নারী পুলিশের এসপি হিসেবে ঢাকা জেলার সৎ ও সাহসি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করায় জাফরিন আক্তার নাবিলা (সফল নারী), নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সময় সহযোগিতার জন্য মাসুদুজ্জামান মাসুদ (সমাজসেবক), সারা বাংলাদেশে ২০২০ সালে ৩৮তম বিসিএস পরীক্ষায় (প্রশাসনে) ১ম স্থান অর্জন করায় এস এম রুহুল আমিন (মেধাবী) পুরস্কারে মনোনিত হন।

No comments:

Post a Comment