আবুবকর সিদ্দীক রোমান ঃ
গত ৩০/০৫/২০২১ ইং তারিখ রোজ রবিবার সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে "বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সোনারগাঁও অঞ্চলের" সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবনির্বাচিত মামুন-লিয়াকত-শহিদুল প্যানেলকে ফুলেল শুভেচছা জানিয়ে কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। নবনির্বাচিত সভাপতি মামুন মিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন থাকার নিশ্চয়তা দেন। সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় যাবত সোনারগাঁ অঞ্চলের লাইব্রেরি মালিকরা যে বঞ্চনার স্বীকার হচ্ছেন, তা থেকে বেরিয়ে আসার জন্য কাজ করবে এই কমিটি। এসময় তিনি করোনাকালীন সময়ের লাইব্রেরি ব্যবসায় যে আর্থিক ক্ষতি সাধন হয়েছে,তা পুষিয়ে নিতে সরকারি সাহায্যের দাবী জানান। তিনি আরো ঘোষণা করেন করোনাকালীন এই সংকটে সকল সদস্যদের সদস্য নবায়ন ফি, কমিটির নবনির্বাচিত সদস্যদের ব্যাক্তিগত তহবিল থেকে প্রদান করা হবে। হাজী শহিদুল্লা নবনির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে, বিগত বছরের আয়/ব্যায়ের হিসাব বুঝে নিয়ে,ভবিষ্যতে যাতে কোন প্রকার আর্থিক দুর্নীতি কেউ করতে না পারে, সে ব্যাপারে নিজের কঠোর অবস্থান ব্যাক্ত করেন। সভাশেষে এক প্রীতিভোজের মাধ্যমে সভার মুলতবি ঘোষণা করা হয়।
No comments:
Post a Comment